• slider image
  • slider image
  • slider image
  • slider image
  • slider image
মেনু নির্বাচন করুন

Nilphamari Pourasava | নীলফামারী পৌরসভা

নীলফামারী মৌজায় (নটখানা) বৃটিশ আমলে “ নীলচাষের” একটি বৃহৎ ফার্ম ছিল। ফার্মের নাম “খামার”। নীলফামিং বা “নীলফার্ম” ‘ নীল’ ফার্ম থেকে নীলথামারী। নীলখামারী থেকে আজকের নীলফামারী। ১৮৭৫ সালে নীলফামারী মহকৃমা এবং বর্তমান ডোমার উপজেলার বাগডোকরায় মহকুমা সদর দপ্তর প্রিতিষ্ঠিত হয়। পানির বিশুদ্ধতা এবং প্রশাসনিক সুবিধার্থে তৎকালিন সিভিল সার্জন মিঃ ডিকে ঘোষাল এর প্রস্তার অনুযায়ী মহকুমা সদর ১৮৮২ সালে নীলফামারীতে স্থাানান্তিরিত হয়। প্রশাসনিক পূঃবিন্যাসের বৈপ্লবিক পদক্ষেপ ইতিহাস প্রসিদ্ধ এই নীলফামারী ০৬টি উপজেলা তথা ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও নীলফাসারী সদর নিয়ে ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারী জেলা হিসাবে ঘোষিত হয়। এই জেলার প্রাণ কেন্দ্রে অবস্খিত নীলফামারী পৌরসভা। নীলফামারী জেলাধীন সৈয়দপুর উপজেলায় রয়েছে একটি বিমান বন্দর। বিমান বন্দর হইতে ১ কিলোমিটার দুরে সৈয়দপুর বাসটার্মিনাল, সৈয়দপুর বাসটার্মিনাল হতে উত্তর পশ্চিমে ২ কিলোমিটার দুরে ওয়াবদা মোড়, ওয়াবদা মোড় হতে সোজা উত্তরে ২০কিলোমিটার পথ পেরুলে নীলফামারী পৌরসভা। নীলফামারী পৌরসভায় সড়ক ও রেল পথে আসা যাওয়া করা যায়। উত্তর জনপদে অবস্থিত এই পৌরসভা ১৯৬৮ সালে টাউন বমিটি হতে ১৯৭২ সনে পৌরসভায় উন্নিত হয়, যার আয়তন প্রায় ২৪.৫০ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৬৫,৭০০ হাজার। নীলফামারী পৌরসভার কর্তমান পরিষদ ৮ম বারের মত নির্বাচিত। ইতি পুর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তম চেয়ারম্যান জনাব আহসান আহমেদ। চতুর্থ, পঞ্চম, ষষ্ট, সপ্তম ও অষ্টম নির্বাচিত জনাব দেওয়ান কামাল আহমেদ। অর্থাৎ পর পর পৌরসভার ৫ বা্র পৌরবাসীর ভোটে নির্বাচিত জনাব দেওয়ান কামাল আহমেদ ১৯৮৯ সালে দায়িত্ব গ্রহন কালে পৌরসভা ছিল ৩য় শ্রেনীর। তাঁর জনকল্যাণ মূলক দূরদর্শি চিন্তাভাবনা, পৌরবাসীর সেবা, উন্নয়ের লক্ষ্যে নিরালস পরিশ্রম সর্বোপরি পৌরবাসীর সার্বিক সহযোগিতায় পৌরসভা উন্নতির দিকে ধাবিত হতে খাকে, কালের পরিক্রমায় ১৯৯৬ সনে “ গ শ্রেনী হতে “খ” শ্রেনীতে এবং ২৩ মার্চ/২০০৮ সনে “ক” শ্রেনীতে উন্নিত হয়।

নীলফামারী পৌরসভ’র শিল্প ও বাণিজ্য

নীলফামারী জেলায় শিল্প ও বাণিজ্য প্রশার ঘটছে। বিশিক শিল্প নগরী নীলফামারী জেলায় একটি লাভজনক শিল্প প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে। এখানে প্রতিনিয়ত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। সরকার পৃষ্টপোষকতা করলে এটি আরও জেলার অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা পালন করবে।

                                  নীলফামারী পৌরসভা
                                        সংক্ষিপ্ত ইতিহাস

নীলফামারী মৌজায় (নটখানা) বৃটিশ আমলে “ নীলচাষের” একটি বৃহৎ ফার্ম ছিল। ফার্মের নাম “খামার”। নীলফামিং বা “নীলফার্ম” ‘ নীল’ ফার্ম থেকে নীলথামারী। নীলখামারী থেকে আজকের নীলফামারী। ১৮৭৫ সালে নীলফামারী মহকৃমা এবং বর্তমান ডোমার উপজেলার বাগডোকরায় মহকুমা সদর দপ্তর প্রিতিষ্ঠিত হয়। পানির বিশুদ্ধতা এবং প্রশাসনিক সুবিধার্থে তৎকালিন সিভিল সার্জন মিঃ ডিকে ঘোষাল এর প্রস্তার অনুযায়ী মহকুমা সদর ১৮৮২ সালে নীলফামারীতে স্থাানান্তিরিত হয়। প্রশাসনিক পূঃবিন্যাসের বৈপ্লবিক পদক্ষেপ ইতিহাস প্রসিদ্ধ এই নীলফামারী ০৬টি উপজেলা তথা ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও নীলফাসারী সদর নিয়ে ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারী জেলা হিসাবে ঘোষিত হয়। এই জেলার প্রাণ কেন্দ্রে অবস্খিত নীলফামারী পৌরসভা। নীলফামারী জেলাধীন সৈয়দপুর উপজেলায় রয়েছে একটি বিমান বন্দর। বিমান বন্দর হইতে ১ কিলোমিটার দুরে সৈয়দপুর বাসটার্মিনাল, সৈয়দপুর বাসটার্মিনাল হতে উত্তর পশ্চিমে ২ কিলোমিটার দুরে ওয়াবদা মোড়, ওয়াবদা মোড় হতে সোজা উত্তরে ২০কিলোমিটার পথ পেরুলে নীলফামারী পৌরসভা। নীলফামারী পৌরসভায় সড়ক ও রেল পথে আসা যাওয়া করা যায়। উত্তর জনপদে অবস্থিত এই পৌরসভা ১৯৬৮ সালে টাউন বমিটি হতে ১৯৭২ সনে পৌরসভায় উন্নিত হয়, যার আয়তন প্রায় ২৪.৫০ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৬৫,৭০০ হাজার। নীলফামারী পৌরসভার কর্তমান পরিষদ ৮ম বারের মত নির্বাচিত। ইতি পুর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তম চেয়ারম্যান জনাব আহসান আহমেদ। চতুর্থ, পঞ্চম, ষষ্ট, সপ্তম ও অষ্টম নির্বাচিত জনাব দেওয়ান কামাল আহমেদ। অর্থাৎ পর পর পৌরসভার ৫ বা্র পৌরবাসীর ভোটে নির্বাচিত জনাব দেওয়ান কামাল আহমেদ ১৯৮৯ সালে দায়িত্ব গ্রহন কালে পৌরসভা ছিল ৩য় শ্রেনীর। তাঁর জনকল্যাণ মূলক দূরদর্শি চিন্তাভাবনা, পৌরবাসীর সেবা, উন্নয়ের লক্ষ্যে নিরালস পরিশ্রম সর্বোপরি পৌরবাসীর সার্বিক সহযোগিতায় পৌরসভা উন্নতির দিকে ধাবিত হতে খাকে, কালের পরিক্রমায় ১৯৯৬ সনে “ গ শ্রেনী হতে “খ” শ্রেনীতে এবং ২৩ মার্চ/২০০৮ সনে “ক” শ্রেনীতে উন্নিত হয়।

 

এক নজরে পৌরসভা
পৌরসভার নাম    :    নীলফামারী
স্থাপিত              :    ১৯৭২
শ্রেণী                 :    ক
উপজেলা            :    নীলফামারী
জেলা                 :   নীলফামারী
বিভাগ               :    রংপুর
আয়তন              :   ২৭.৫০ বর্গ কিঃ মিঃ
ওয়ার্ড সংখ্যা        :    ০৯ (নয়) টি
জনসংখ্যা            :    ৮৫,৫৯৫ জন (পুরুষ-৪৩,৫০২ জন ও নারী-৪২,০৯২ জন)